ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগ্‌ল-এর পর এবার বেজিংয়ের কোপে পড়ল স্কাইপ। মঙ্গলবার থেকেই সে দেশে নিষিদ্ধ করা হয়েছে স্কাইপের ব্যবহার।

বেজিংয়ের দাবি, অনলাইনে জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ। এতে ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করা যাবে। ইন্টারনেট ফোন ও মেসেজিং পরিষেবা যারা দেয়, সেই স্কাইপ আর তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না চীনের নেটিজেনরা, জানিয়েছে অ্যাপল।

অ্যাপল-এর বিবৃতি অনুযায়ী, ‘চীনের জনসুরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, বেশ কয়েকটি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ দেশের সাইবার আইন মেনে চলছে না। ‘ তবে অ্যাপল কর্তৃপক্ষের ধারণা, চীনের এই পদক্ষেপ সাময়িক। ‘নিউ ইয়র্ক টাইমস’ অবশ্য জানিয়েছে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মঙ্গলবারও চীনে চালু রয়েছে স্কাইপ।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগ্‌ল-এ বেজিংয়ের অননুমোদিত অনলাইন কনটেন্ট দেখা যায় না। চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা অবশ্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর সাহায্যে সেই সব কনটেন্ট দেখার রাস্তা খুঁজে নিয়েছেন তবে তাতে বাদ সেধেছে বেজিং। সরকারি নির্দেশ, ইন্টারনেট থেকে সব ভিপিএন অবিলম্বে সরাতে হবে।