আগের বছরগুলোর ধারাবাহিকতায় মে মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল ডেভেলপারদের নিয়ে গুগলের বার্ষিক সম্মেলন গুগল আই/ও ২০১৫। বরাবরের মতোই গুগলের বিভিন্ন পণ্য ও সেবার সব ধরনের আপডেট, নতুন পণ্য ও সেবা নিয়ে গুগলের ভাবনা এবং নতুন পণ্য ও সেবার ঘোষণা নিয়ে গুগল আই/ও মনোযোগ আকর্ষণ করে রেখেছিল প্রযুক্তিবিশ্বের। গুগলের বার্ষিক এই সম্মেলনে উঠে আসা গুগলের ঘোষণাগুলোকে সংক্ষেপে তুলে ধরেছেন সানজিদা সুলতানা
প্রধান প্রধান আকর্ষণ হিসেবে এসব ঘোষণার বাইরে আরও বেশকিছু সেবার কথাই গুগল জানিয়েছে। যেমন—এইচবিও’র সাথে এইচবিও নাউ নামে অ্যাপ শীঘ্রই আসছে অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েড ফোনকে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে রূপান্তর করার উপযোগী গুগলের কার্ডবোর্ড বক্সের নতুন সংস্করণও দেখায় তারা। আবার গোপ্রোর সাথে ১৬টি ক্যামেরা মডিউলের সমন্বয়ে ৩৬০-ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও তৈরির উপযোগী ডিভাইসও তৈরি করার ঘোষণা দিয়েছে তারা। গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অটোর আপডেটের কথাও জানিয়েছে গুগল। ক্রোমকাস্ট২, শিশুদের জন্য প্লেস্টোরের বিশেষ সংস্করণ, গুগলের নতুন ইমেইল সেবা ইনবক্সের সকলের জন্য উন্মুক্ত হওয়া—এমন সব সুবিধার কথাও উঠে এসেছে গুগলের বার্ষিক এই সম্মেলনে।