খালেদ খানকে উত্সর্গ নাট্যমেলা

0
522
খালেদ খানকে উত্সর্গ নাট্যমেলা
+
ষষ্ঠবারের মতো নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজন করতে যাচ্ছে ‘দুই বাংলার নাট্যমেলা-২০১৫ রবীন্দ্রনাট্য ও অন্যান্য’। আগামী ৬ থেকে ১২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলবে এ উত্সব। এবারের আয়োজনটি উত্সর্গ করা হয়েছে প্রয়াত টিভি ও মঞ্চ অভিনেতা খালেদ খানকে।
আয়োজক নাট্যদলটির পরিচালক অনন্ত হীরা জানান, এতে ভারতের ৫টি ও বাংলাদেশের ৮টি নাটক প্রদর্শন করা হবে। জানা গেছে, আগামী ৬ মার্চ বিকাল সাড়ে পাঁচটায় এর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ অনেকে।