কোরবানির পশুর হাটগুলোতে জালনোট প্রতিরোধে বুথ স্থাপনে তফশিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বুথ স্থাপন করে হাট শুরুর দিন হতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।
বুথে নোট যাচাইকালে জালনোট ধরা পড়লে সে বিষয়ে ব্যবস্থা নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে সোনালী ব্যাংকের মূল শাখাগুলোকে ঢাকার বাইরের জেলাগুলোর পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের কথা বলা হয়েছে।