নাচে, গানে মুখরিত হয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিল জার্মানির  লুদভিগসহাফেন এবং মানহাইম শহরের বাসিন্দারা

download

গতকাল রোববার বেলা ১২টা থেকে নববর্ষের শুভলগ্নকে উদযাপন করতে শুরু হয় জার্মান প্রবাসীদের বর্ষবরণ অনুষ্ঠান ‘নতুন প্রভাত জাগো’। শুভ সম্ভাবনার নতুন দিন আনবার প্রত্যাশায় প্রাণের উচ্ছ্বাসে মেতেছিল সবাই।

প্রবাসী বাঙ্গালীদের আয়োজনে রোববার জার্মানির লুদভিগসহাফেন শহরের একটি অডিটোরিয়াম পরিপূর্ণ হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালী সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উৎসবের আয়োজন করে প্রবাসী জার্মানির লুগদিসহাফেন বাসিন্দারা।

IMG_2510 IMG_2532

হরেক রকম ঐতিহ্যবাহী পিঠা, পায়েস আর সুস্বাদু খাবারের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখ বরণ উৎসব।নাচে গানে আগত অতিথিদের মন রাঙিয়ে তোলে।

এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিশু-কিশোর অংশ নেয়। ওরা নাচ-গান, কবিতা এবং অভিনয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের ঐতিহ্য অটুট রাখার আহবান জানায়। শুরুতে উদ্বোধনী সংগীত ‘এসো হে বৈশাখ-এসো এসো’ গানের মধ্য দিয়ে ‘নতুন প্রভাব জাগো’ শীরোনামে বাংলা নতুন বছরকে বরণ করেন । এ অনুষ্ঠানে নাচ, গান, কবিতাসহ ‘ষড়ঋতুর বাংলাদেশে’ কাব্য-গীতিনাট্যও মঞ্চস্থ হয়।

অনুষ্ঠান শুরু হয় বাঙালি ঐতিহ্যের পিঠা-পুলি বিতরণের মধ্য দিয়ে। সমাপ্ত হয়েছে বিভিন্ন রকমের ভাজি-ভর্তা-তরকারি আর ভাত পরিবেশনের মধ্য দিয়ে।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এ আয়োজনে উৎসাহ দিতে যোগ দেন জার্মানে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সুদূর প্রবাসে থেকেও নতুন প্রজন্ম বাংলাদেশ তথা বাঙালির ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।