কারাবাসের মেয়াদ বাড়ল খল নায়ক সঞ্জয় দত্তের

0
635

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে নির্ধারিত সময়ের চেয়ে চারদিন বেশি জেলেই কাটাতে হবে। তার জন্য যে সাময়িক ছুটি মঞ্জুর করা হয়েছিল তা পেরিয়ে যাওয়ার পরও জেলের বাইরে ছিলেন সঞ্জুবাবা। তার জেরেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাম শিন্ডে। এই ঘটনার বিভাগীয় তদন্ত হবে এবং কারা কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
IN10_SANJAY_22466f_0

এর আগে গত বছরের ডিসেম্বর মাসের শেষে ২ সপ্তাহের সাময়িক ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। তাঁর প্যারোলের মেয়াদ শেষ হয় এই বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ। নির্ধারিত সময়ের পরেও জেলে ফেরেননি সঞ্জয়। যদিও সেদিন বিকেলের মধ্যেই তাকে জেলে ফিরতে হত বলে জানান শিন্ডে। এর আগে ২০১৩ সালের অক্টোবর মাসে ২৮ দিনের প্যারোলে ছুটিতে বাড়ি ফিরেছিলেন সঞ্জয়। এর পর আবার ওই একইবছরের ডিসেম্বর মাসে ফের ২৮ দিনের ছুটিতে বাড়ি আসেন সঞ্জয়। এই প্যারোলের জন্য চরম বিতর্কের মধ্যেও পড়তে হয় তাকে। শেষবার ছাড়া পেয়ে রাজকুমার হিরানি নির্দেশিত পিকে চলচ্চিত্রটি তিনি সপরিবারে দেখতেও যান। সেখানে একটি ছোট চরিত্রে অভিনয়ও করেছেন সঞ্জয় দত্ত।