কান ফিল্ম ফেস্টিভ্যালে ফ্যাশন স্টেটমেন্টে রাজত্ব করে চলেছেন ঐশ্বর্য্য, সোনম। এ উৎসবে এক একটি মনমুগ্ধকর পোশাক পরে সকলে নজর কেড়ে নিচ্ছে তারা দু’জন। স্টেলা ম্যাকার্টনি সাদা ঢোলা প্যান্ট ও কলার্ড ক্রিস্প সাদা শার্টে ইন্টারভিউ সেশনে ঐশ্বর্য্যকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। দুজনেরই ছবি লোরিয়েলের তরফ টুইট করা হয়েছে।
এদিকে রেড কার্পেটে সমুদ্র সবুজ এলি স্যাব গাউনে সকলকে মন্ত্রমুগ্ধ করার পর সাক্ষাৎকার পর্বেও নিজের ক্যাজুয়াল লুকে স্বাতন্ত্র বজায় রাখলেন সোনাম। এদিনও সেরা ফ্যাশনিস্তার তকমা কেড়ে নিয়েছিলেন তিনি। ১৮ মে ইনসাইড আউট ছবির স্ক্রিনিংয়ে এলি স্যাব গাউনে রেড কার্পেটে হাঁটেন সোনম। অফ হোয়াইট ফারের ঘেরওয়ালা গাউনে সকলকে মুগ্ধ করেন তিনি।