"কলকাতা এগ রোল"

0
519

“কলকাতা এগ রোল”

download (12)

উপকরণ
আটার রুটি
ডিম
পিঁয়াজ ও কাঁচা মরিচ মিহি কুচি
লবণ ও চাট মশলা স্বাদ অনুযায়ী
শসা, গাজর, ক্যাপ্সিকাম বা আপনার পছন্দের যে কোন সবজি কুচি
মাংস, মাছ, সসেজ ইত্যাদি আপনার পছন্দ অনুযায়ী যে কোন কিছু
টমেটো কেচাপ বা যে কোন পছন্দের সস ইচ্ছা হলে
তেল, ঘি বা মাখন প্রয়োজন মত

প্রণালি
-ডিমকে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ফেটে নিন। লবণ ও চাটমশলা যোগ করুন।
-প্যানে তেল , ঘি বা মাখন দিয়ে ফেটানো ডিম দিয়ে দিন। পাতলা করে ছড়িয়ে দিন। এবার এই ডিমের ওপরে একটু রুটি দিয়ে দিন।
-রুটি ডিমের সাথে লেগে যাবে। এবার রুটির ওপরে আরও একটু তেল বা ঘি ছড়িয়ে উল্টে দিন। দুইপাশই লাল লাল করে ভাজুন ও টিস্যুতে নামিয়ে নিন রুটির অংশতা নিচের দিকে রেখে।
-এবার ডিম মাখানো অংশে সবজি, সস এবং আপনার পছন্দের টপিং দিন এবং রোল করুন। ফয়েল পেপার দিয়েও মুড়ে দিতে পারেন। পরিবেশন করুন গরম গরম।