চলতি বছরের প্রথমেই ঘুরে দাড়িয়েছে স্যামসাং। বিশ্ব প্রযুক্তিবাজারে এ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সর্ব বৃহৎ কোম্পানি হিসেবে আবার স্থান করে নিয়েছে স্যামসাং। আলোচিত সময়ে ৮৩.২ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। এর মাধ্যমে এই প্রান্তিকে প্রযুক্তি বিশ্বে ২৪ শতাংশ বাজার দখল করেছে তারা।
গতকাল বুধবার স্ট্র্যাটেজি এ্যানালাইটিকস নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গত বছরের একই সময়ে কোম্পানিটির মার্কেট শেয়ার ছিল ৩১ শতাংশ। অর্থাৎ আগের তুলনায় শেষ হওয়া প্রান্তিকে তাদের মার্কেট শেয়ার কমেছে। তবে তা অ্যাপেলকে ছাড়িয়ে গেছে। প্রযুক্তি বিশ্বে এ্যাপেলের মার্কেট শেয়ার রয়েছে ১৮ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক নিল মাওসটন এক বিবৃতিতে জানিয়েছেন, এশিয়া ও বেশ কিছু অঞ্চলে অনেক চ্যালেঞ্জের সাথে এগিয়ে যেতে হচ্ছে স্যামসাংকে। তবে এই প্রান্তিকে বৈশ্বিকভাবে তাদের সাফল্য বর্তমানে ভালো অবস্থানে রয়েছে।