আজকের পর্বে আমরা জার্মান সপ্তাহের ৭ দিনের নামের সাথে পরিচিত হব। ইংরেজি ক্যালেন্ডার এর মত জার্মান ক্যালেন্ডারের শুরু হয় Montag অর্থাৎ Monday অথবা সোমবার দিয়ে। নিচের ছবিতে জার্মান ৭ দিনের নাম ইংরেজি অনুবাদ সহ দেয়া হল।
যথারীতি ইংরেজি ক্যালেন্ডারের মত জার্মানরাও সনিবার এবং রবিবার সপ্তাহিক ছুতি উপভোগ করে। নিচের অডিও ফাইলটি পাঠকদের সুবিধার্তে জার্মান সপ্তাহের ৭ দিনের নামের উচ্চারন অনুশীলন করার লক্ষে দেয়া হল।
আজকের আয়োজন খুব অল্প হলেও গুরুত্বপূর্ণ ছিল। প্রতিনিয়ত আমাদের দিনের নাম ব্যাবহার করতে হয়। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াশ আপনাদের স্বল্প হলেও কাজে লেগেছে।