সকল সম্রিদ্ধ ভাষার মধ্যে প্রবন্ধ বা আর্টিকেল রয়েছে। জার্মান ভাষার বেলাতেও তার বেতিক্রম নয়। কিন্তু ইংরেজি ভাষার মত খুব সহজ আর্টিকেল নয় জার্মান আর্টিকেল। প্রথমে খুবই জটিল মনে হলেও নিয়মিত চর্চা এবং সঠিকভাবে ব্যাবহার শুরু করলে অতি সহজেই এই ঝামেলাময় আর্টিকেল বস করা যাবে।

মাস্কুলিন অথবা পুরুষবাচক, ফেমিনিন অথবা মহিলাবাচক, নয়েট্রুম অথবা বস্তুবাচক, এবং বহুবাচক এই চার ধরনের আর্টিকেল ব্যাবহার হয় জার্মান ভাষায়।

মাস্কুলিন M এর জন্য Der, ফেমিনিন F এর জন্য Die নয়েট্রুম N এর জন্য Das এবং বহুবাচক এর জন্যও Die ব্যবহৃত হয়। নিচে তিন ধরনের ছবি দেয়া হল বোঝার সাপেক্ষে। আশা করি অল্প হলেও উপকারে আসবে।

D8

জার্মান আর্টিকেল চার ধরনের অবস্থার উপর ভিত্তি করে ব্যাবহার করা হয় এবং তাদের রূপেরও পরিবর্তন হয়। নমিনাটিভ, ডাটিভ, আকুজাটিভ এবং জেনেটিভ এই চারটি অবস্থার বিবেচনার উপর আর্টিকেল ব্যবহৃত হয়।
D9

 

D10

 

সামনের পর্ব গুলতে আমরা আকুজাটিভ এবং ডাটিভ এর উপর বিস্তর আলকপাত করব।