আজকের পর্বে আমরা জার্মান সংখ্যার সাথে পরচিত হব। জার্মান সংখ্যা গুলুও ইংরেজি সংখ্যার মত হুবুহু দেখতে হলেও উচ্চারন সম্পূর্ণ ভিন্ন। নিচের ছবিতে শুন্য থেকে বিশ পর্যন্ত সংখ্যার উচ্চারন সহ দেয়া হল।

D5প্রথমে মনে রাখতে একটু কষ্ট হলেও খুব তারাতারি সংখ্যা গুল আয়ত্ত করা যায়। নিচে জার্মান সংখ্যা উচ্চারন সহ একটি অডিও ফাইলও দেয়া হল। সাথে এই পোস্ট টির শেষ অংশে একটি ওয়েব সাইট এর লিংক দেয়া আছে যেটা জার্মান সংখ্যা শেখার জন্য খুবই উপকারী।

D6

 

জার্মান সংখ্যা শেখা এবং চর্চা করার একটি উপযোগী ওয়েবসাইটঃ

http://www.languageguide.org/german/numbers/