Home Hot News Today এমআইটি'র চিতা রোবট

এমআইটি'র চিতা রোবট

‘কৃত্রিম মানব’ রোবট তৈরিতে প্রতিনিয়তই নতুন নতুন উন্নয়ন সাধিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় এবার চিতার মতো দেখতে একটি রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমঅাইটি’র শিক্ষার্থীরা। এটি স্বাভাবিক চিতার মতো লাফ দিতে পারে!

যুক্তরাষ্ট্রের এমআইটি’র একদল গবেষক তৈরি রোবটটি শুধু দেখতেই চিতার মতোই নয়, চিতার মতো করে এটি দৌড়াতেও সক্ষম। আর গতিপথে যদি কোন বাধা আসে, তাহলে তার উপর দিয়ে লাফ দিয়ে যাওয়ার সক্ষমতাও আছে এটির। আর এটিই প্রথম চারপাওয়ালা রোবট যা নিজে থেকেই এই কাজগুলো করতে সক্ষম।

বর্তমানে ঘন্টায় ৫ মাইল বেগে দৌড়াতে পারে এই চিতা রোবটটি। আর ১৮ ইঞ্চি পর্যন্ত উঁচু কোন বাধা টপকাতে পারে এটি। আর সবকিছুর জন্যই এতে ব্যবহার করা হয়েছে তিনটি ভিন্ন ধরনের অ্যালগরিদম যার সাহায্যে চিতা রোবট সামনের কোনো কিছু স্ক্যান, শনাক্ত এবং তার উপর দিয়ে লাফ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম।