বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো মানুষের স্বাভাবিক মুত্যৃর গ্যারান্টি নেই। এদেশের এখন এমন অবস্থা যে, একজন এমপি পর্যন্ত নিরাপদ নন। জনগণের কী ভয়ঙ্কর অনিরাপদ অবস্থা তা সহজেই অনুমেয়। আর এই জনবিরোধী সরকারের কাছে কীভাবে দেশ নিরাপদ থাকে?
ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধায় সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটনের গুলিতে নিহত হওয়ার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা হচ্ছে।
এমপি লিটন হত্যায় জামায়াত জড়িত সরকারের পক্ষ বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বরাবরই নিজেদের অপকর্মগুলোকে অন্যর ওপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।
ফখরুল দাবি করেন,আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে, তারেক রহমানের পরামর্শে লড়াই করে যাবে ছাত্রদল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।