মাইক্রোসফট করপোরেশনের উইন্ডোজ ১০ এর উপর নাখোশ জনপ্রিয় ব্রাউজার মজিলা। কারণটা হলো, মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমে ডিফল্ট হিসেবে যে ব্রাউজারটি রয়েছে তা খুব সহজে পরিবর্তন করা যাবে না। ফলে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা ডিফল্ট ব্রাউজার হিসেবে মজিলাকে পেতে চাইলে কাঠখড় পোড়াতে হবে।

ডিফল্ট ব্রাউজার পরিবর্তনের পদ্ধতি সহজ করতে ইতোমধ্যে মাইক্রোসফটকে খোলা চিঠি দিয়েছে মজিলা। মজিলার প্রধান নিবার্হী কর্মকর্তা ক্রিস বেয়ার্ড মাইক্রোসফটকে উদ্দেশ্যে করে ব্লগ পোস্টে লেখেন, ‘ব্যবহারকারীদের ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতে গেলে বেশ খাটতে হবে। বিশেষ করে যখন তারা তাদের পছন্দের ব্রাউজার হিসেবে ফায়ারফক্স, গুগল ক্রোম কিংবা অন্য ব্রাউজার চান। এখন তাদের একাধিক মাউসক্লিক করতে হবে।’

ক্রিস তার চিঠিতে আর লেখেন, ‘উইন্ডোজ ১০ এর ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতে গেলে ব্যবহারকারীদের অনেকটা স্ক্রল করে পরবর্তী ধাপে এগোতো হবে। একই সঙ্গে ডিফল্ট ব্রাউজারের কারিগরি বিষয়টাও বুঝতে হবে। কিন্তু উইন্ডোজের আগের ভার্সনগুলোতে ব্রাউজার পরিবর্তন করতে হলে এমন ঝামেলা পোহাতে হত না।’

প্রযুক্তি বিশেষজ্ঞদের ভাষ্য, মাইক্রোসফট বুঝে শুনেই এই কাজটি করেছে। কেননা, মাইক্রোসফট তাদের নিজস্ব ব্রাউজার ‘এজ’কে জনপ্রিয় করতে চায়।