পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে রাজধানী ফিরছে কর্মব্যস্ত মানুষ। শনিবার সকাল থেকেই দূর দূরান্তের মানুষ বাস ট্রেন লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করেছেন।
সকালে রাজধানীর সদরঘাট, ঢাকা রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ঢাকায় ফেরার দৃশ্য দেখা গেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকুরিজীবীদের টানা নয় দিনের ছুটি ১ জুলাই থেকে শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় সরকারি চাকুরিজীবীরা টানা নয় দিন এই ছুটি ভোগ করেন। রবিবার অফিস-আদালত খুলবে।
ঈদ উদযাপন শেষে মানুষ এখন ঢাকাসহ বিভিন্ন নগরীতে ফিরতে শুরু করেছেন। তবে ঢাকার প্রধান সড়কগুলোতে এখনো মানুষ ও যানবাহনের চলাচল সীমিত।