ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষ। আজ সোমবার খুলেছে অফিস। কিন্তু এখনো ফাঁকা রাজধানী। সেই সাথে অফিস পড়াও। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার খুবই কম। প্রথম কর্মদিবসে ঈদের আমেজ বিরাজ করছে কর্মচাঞ্চল্যহীন সচিবালয়ে।
সূত্র জানায়, সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রথম কার্যদিবসে উপস্থিতির হার ৪০ থেকে ৪৫ শতাংশের মতো হবে।
কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ঈদের পর প্রথম অফিসই সচিবালয়ে ঈদের দিন।
সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সচিবালয়ে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।
সূত্র জানায়, সরকারি চাকুরেদের ছুটির দু’দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধের মধ্যে চলে যাওয়ায় তারা ঈদের ছুটি পেয়েছেন মাত্র একদিন। তাই দূর-দূরান্তে গ্রামের বাড়ির কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন বলে একাধিক মন্ত্রণালয় থেকে জানা গেছে।



