আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য ১৮টি উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নিরবচ্ছিন্ন রক্তাক্ত সন্ত্রাসী ঘটনায় নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) নির্লিপ্ত ও নির্বাক ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামীকাল দেশব্যাপী অনুষ্ঠিতব্য কয়েকটি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হুমকি ও অস্ত্রবাজিতে এখন নির্বাচনী এলাকাগুলোতে এক ভয়াবহ ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিএনপি মনোনীত প্রার্থীদের জীবননাশের হুমকিসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে বেপরোয়া হামলা চালানো হচ্ছে। প্রচার-প্রচারণায় ব্যাপক বাধা এবং বিএনপি প্রার্থী ও সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে আমরা আগেও অবহিত করেছি।
এসময় নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ কিছু খণ্ডচিত্র তুলে ধরেন তিনি।
তিনি বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিচ্ছে। বিএনপি প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের বিভিন্ন কায়দায় ভয়ভীতি দেখানো হচ্ছে। মোট কথা স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা ও মদদে এ ধরনের ন্যাক্কারজনক কার্যকলাপ সংঘটিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকারের আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তথাপি সিইসির কোনো কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।