টুইটারে পোপ ফ্রান্সিস আগেই যোগ দিয়েছিলেন, এবার যোগ দিলেন আরেক সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে। আর তার যোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে দশ লাখ! সূত্র- দ্যা হিন্দুস্তান টাইমস।
শনিবার ইন্সটাগ্রামে যোগ দেন পোপ। নিজের প্রার্থনারত একটি ছবিও পোস্ট করেন খ্রিস্টীয় ধর্মগুরু। ফ্রান্সিকাস নামে অ্যাকাউন্টটির মাধ্যমে পোপের বাণী, ভিডিও পোস্ট করা হবে। গত মাসেই ভ্যাটিকানে গিয়ে পোপের সঙ্গে দেখা করেন ইন্সটাগ্রাম প্রধান কেভিন সিস্ট্রম।
২০১২ সালে টুইটারে যোগ দেন পোপ ফ্রান্সিস। নয়টি ভাষায় আছে পোপের টুইটার অ্যাকাউন্ট। আর টুইটারে পোপের ফলোয়ারের সংখ্যা তিন কোটি।