তরুণ নির্মাতাদের জন্য অন্যতম কাঙ্খিত উৎসব জামার্নির ‘মানহাইম-হেইডেলবার্গ’ চলচ্চিত্র উৎসব। ১০ই নভেম্বর থেকে শুরু হয়েছে এর ৬৫তম আসর। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় জার্মানির হেইডেলবার্গ শহরে। সিনেমা হল ছিল দেশি এবং বিদেশি দর্শকে টইটুম্বুর। ২য় আসর প্রদর্শিত হয় আজ রবিবার জার্মানির মানহাইম শহরে। রবিবার জার্মানিতে সাপ্তাহিক ছুটি থাকায় বাংলাদেশি প্রবাসী দর্শকদের জন্যে ছিল সোনায় সোহাগা । জার্মান দূর দূরান্তের শহর থেকে আয়নাবাজি দেখতে বাংলাদেশি দর্শকরা হাজির হন মানহাইম শহরে । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল আন্তর্জাতিক চলচ্চিত্র বিশ্লেষকেরা।
আয়নাবাজির পরবর্তী প্রদর্শনী ১৫ই নভেম্বর মঙ্গলবার রাত ১০ টায় জার্মানির মানহাইম শহরে।
