চাঁদে মানুষের প্রথম অবতরণ নিয়ে বিতর্কের এখনও পর্যন্ত সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, তারাই প্রথম চাঁদের মাটিতে পা রেখেছে। আর রাশিয়ার দাবি, মার্কিনিরা এ কাজ করেনি। সম্প্রতি সেই বিতর্ক আবারও উস্কে দিয়েছে রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তা।
রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তা ভ্লাদিমির মার্কিনে যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম চাঁদে পা রাখার ঘটনায় সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি করেছেন। এ ব্যাপারে বেশ যুক্তিও রয়েছে বলে তিনি দাবি করেছেন। কারণ নাসা সেই ঘটনার আসল ভিডিও এবং চাঁদ থেকে আনা শিলার অংশ বিশেষ হারিয়ে ফেলেছে।
রাশিয়া সরকারের তদন্ত কমিটির কর্মকর্তা ভ্লাদিমির মার্কিনের দাবি, ‘১৯৬৯ সালে চাঁদে অবতরণের আসল ভিডিও এবং চন্দ্রশিলা হারিয়ে যাওয়ার তদন্ত করতে হবে।’
রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘চাঁদে অবতরণের ঐতিহাসিক ঘটনাটি সবার সামনে প্রকাশের জন্য একটি তদন্ত জরুরি হয়ে পড়েছে। এ ঘটনা মানবজাতির ইতিহাসের অংশ। কোনও কারণ ছাড়া চাঁদ থেকে আনা ওসব জিনিস হারিয়ে যাওয়ার তদন্ত হলেই আসল তথ্য বেরিয়ে আসবে।’
প্রায় ছয় বছর আগে ২০০৯ সালে নাসা স্বীকার করে যে দুর্ঘটনা বসত তাদের কাছে থাকা ‘হাই ডেফিনেশনের’ আসল ভিডিও ডাটা ফাইলটি নষ্ট হয়ে গেছে। তাদের স্যাটেলাইট বিপর্যয়ের কারণে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ নীল আর্মস্ট্রংয়ের ‘জায়ন্ট লিফ ফর ম্যানকাইন্ড’ ছবিটিই নাসার কাছে থাকা একমাত্র পরিস্কার ছবি। নাসার ভিডিও প্রকৌশলী ডিক নেফসগার ব্যাপারটির সত্যতা স্বীকার করেন।