১৯৯৩ সালে পর্দা জুড়ে প্রবল গর্জনে এসেছিল তারা। তারপর ২২ বছরের অপেক্ষা।  আবার আসছে ডাইনোসররা। সম্প্রতি মুক্তি পেল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর নতুন ট্রেলর।

প্রথম ট্রেলরে ডাইনোসরকে ইঙ্গিতে বোঝানো হলেও তাদের তেমন সামনে আনা হয়নি। দ্বিতীয়টিতে ডাইনোসর একেবারে সামনে হাজির। প্রথম সিনেমায় জুরাসিক থিম পার্কের যেখানে ডাইনোসরদের অববলুপ্তি হয়েছিল, সেখান থেকেই এবারের  গল্পের শুরু। দেখানো হচ্ছে ডাইনোসর অবলুপ্ত হলেও জেনেটিক্যালি মডিফায়েড ডাইনোসর তৈরি করা হয়েছে। সেটাই এই পার্কের দর্শকদের নয়া আকর্ষণ। তবে এর পরেই ঘটতে থাকবে নানা কাণ্ডকারখানা। এবারের ট্রেলরের ডাইনোসররা প্রথম ছবির থেকেও মারাত্মক।

এবারের ছবিতে অভিনয় করতে দেখা যাবে ক্রিস প্যাট ও ব্রায়াস ডালাস হোওয়ার্ড। ১১ জুন পর্দাজুড়ে সারা পৃথিবীতে আবার আসছে ডাইনোসর।