আলবার্ট আইস্টাইনের হাতে লেখা একটি চিঠি ৬২ হাজার ৫০০ ডলার দামে নিলামে বিক্রি হয়েছে। চিঠিটি আইনস্টাইন তার ছেলের উদ্দেশ্যে লিখেছিলেন। চিঠিতে থিওরি ও রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব এবং পারমানবিক বোমা নিয়ে  লেখা হয়েছে। চিঠিটি ১৯৪৫ সালে লেখা।

নিলামে আইনস্টাইনের হাতে লেখা ২৭ টি চিঠি তোলা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দাম ওঠে আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে লেখা চিঠিটি। ২৭ টি চিঠি সব মিলিয়ে ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।

নিলামে ওঠানো অন্যান্য চিঠিগুলোর মধ্যে দুইটি চিঠি ১৯৪০ সালের। এই চিঠি দুটি আইস্টাইন একজনের প্রশ্নের জবাবে লিখেছিলেন। তাতে আইস্টাইনের ঈশ্বর নিয়ে ধারণা প্রকাশ পায়। চিঠি দুটি ২৮ হাজার ১২৫ ডলার এবং ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে।

নিলামে তোলা অন্যসব চিঠিগুলোতে আইনস্টাইনের ম্যাককার্থিজম, ন্যাসিজম এবং ব্যক্তিগত বিষয় উঠে এসেছে।

প্রোফাইল ইন হিস্টোরি এই নিলাম তোলে। এটির প্রতিষ্ঠাতা জোসেফ ম্যাড্ডালিনা জানান, চিঠি গুলো বিভিন্ন সময়ে বিক্রেতাদের কাছ থেকে কেনা হয়েছে। আইনস্টাইনের হাতে লেখা চিঠির বিক্রেতারা নিজেদেরকে আগন্তুক বলেই পরিচয় দিয়েছেন।