Home আজকের গরম খবর আটকে যেতে পারে নেইমারের দলবদল

আটকে যেতে পারে নেইমারের দলবদল

0
আটকে যেতে পারে নেইমারের দলবদল
আটকে যেতে পারে নেইমারের দলবদল

অনেক নাটক সিনেমার পর নেইমারের দল বদলের বিষয়টি বুধবার নিশ্চিত হলেও আবার নতুন জটিলতা দেখা দিয়েছে।

এমনকি আটকেও যেতে পারে তার ফরাসী নতুন ক্লাবে নাম লেখানো।

উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতিমালা ভঙ্গ হওয়ার আশংকায় ট্রান্সফার ফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা।

বুধবার নেইমারকে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মানি-পিএসজিতে যাওয়ার অনুমোদন দেয় বার্সা।

কিন্তু এজন্য তারা ক্লাবটির কাছে ২২২ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি দাবি করে। নেইমারকে নিতে এতেই রাজি হয় ফরাসি লীগের ক্লাবটি।

সেই অনুযায়ী বৃহস্পতিবারই বিশেষজ্ঞ ক্রীড়া আইনজীবী জুয়ান দি দিওস ক্রেপসোর মাধ্যমে বার্সাকে ২২২ মিলিয়ন ডলার দেয়ার জন্য পাঠায় নেইমারের নতুন ক্লাব।

তবে এই অর্থ গ্রহণ করেনি কাতালান ক্লাব বার্সা। তাদের বক্তব্য এতে উয়েফার নীতি ভঙ্গ হবে।

উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মতে, ‘কোনো মৌসুমে দলবদলের ক্ষেত্রে আয়ের চেয়ে সর্বোচ্চ পাঁচ মিলিয়ন ডলার বেশি খরচ করতে পারবে কোনো দল। আগামী তিন বছরে খেলোয়াড় বেচাকেনার ক্ষেত্রে ক্লাবের লোকসান ৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারবে না। এমনটা হলে, আইনানুগ ব্যবস্থা নেবে উয়েফা।’

এই নিয়মের জালে ধরা পড়ে যাচ্ছে পিএসজি।

২০১১ সালে কাতার স্পোর্টস ইন্টারন্যাশনাল পিএসজির মালিকানা নেওয়ার পর এখনো লাভের মুখই দেখেনি দলটি।

তাই প্যারিসের ক্লাবটি তাদের নিজস্ব ফান্ড থেকে এই বিপুল পরিমাণ শোধ করলে সেটা উয়েফার নীতি ভঙ্গ করবে।

নেইমারের এই দলবদল নিয়ে আগেই পিএসজিকে সতর্ক করেছিলেন লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস।

এমনকি তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দিয়েছিলেন।