চলতি বছরেই ব্রিটেনে চালু হতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের মোবাইল পেমেন্ট সেবা অ্যাপল পে।
প্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গোপন সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মেই ব্রিটেনে ‘অ্যাপল পে’ চালু করার পরিকল্পনা করছে অ্যাপল। অ্যাপল পে চালুর উদ্দেশ্যে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকেই ব্রিটেনের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদপত্রটি।
এই বিষয়ে মন্তব্য করতে অনুরোধ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি এক অ্যাপল মুখপাত্র।
যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে যাওয়ার সময় পরিবহন খরচ মেটাতে মার্কিন নাগরিকরা এর মধ্যেই ‘অ্যাপল পে’ সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অ্যাপলের মোবাইল পেমেন্ট সেবাটি চালু হয়েছে ২০১৪ সালের অক্টোবর মাসে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, আইফোনে এমন একটি ওয়্যারলেস মাইক্রোচিপ আছে যার সঙ্গে মিল রয়েছে ‘কন্ট্যাক্টলেস পেমেন্ট কার্ড’-এর উপস্থিত মাইক্রোচিপের। ওই মাইক্রোচিপের বদৌলতে অ্যাপল পের মাধ্যমে লেনদেন করতে পারবেন ব্যবহারকারী।