হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট কিংবা লাইনের মত অ্যাপগুলোর রাজত্ব কি তবে ফুরোতে চলল? অনলাইন দুনিয়ায় বিপ্লব ঘটাতে ব্যাপক আপগ্রেড হতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের মেসেজিং অ্যাপ ‘আইমেসেজ’। আইওএস-১০ এ অ্যাপটিতে যুক্ত হবে শব্দের জায়গায় ইমোজি, হাতে লেখা নোট, টাকা পাঠানোর সুবিধে– কিই না থাকছে! অর্থাত্‍‌ শুধু পৃথিবী নয়, জীবনযাপনের খুঁটিনাটিও এবার আপনার পকেটে। তথ্যপ্রযুক্তি এত দ্রুত এগোচ্ছে যে, প্রতি মুহূর্তেই পুরনো হয়ে যাচ্ছে চলতি প্রযুক্তি। তাই অনলাইন মেসেজিং পরিষেবার কুলীন বলে গণ্য হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেজিং সার্ভিষের কৌলিন্য সঙ্কটে। কারণ তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপেল। আইমেসেজ-এ খুব শীঘ্রই যুক্ত হচ্ছে এমন কিছু ফিচার, যা ব্যবহার করার পর গ্রাহকদের কাছে যাবতীয় অনলাইন মেসেজিং পরিষেবা ফালতু মনে হবে। কী কী থাকছে আইমেসেজ-এর নয়া সংস্করণে? সিঙ্গল ট্যাপ-এই ইমোজি। অর্থাত্‍‌, মনের ভাব প্রকাশের জন্য কোনও শব্দ খরচ করতে ইচ্ছে না হলে, একটা ট্যাপেই আপনি ইমোজি পেয়ে যাবেন। ইমোজি-র জন্য আলাদা করে সুইচ বদলাতে হবে না। থাকছে হাতের লেখা নোট পাঠানোর ব্যবস্থাও। অর্থাত্‍‌, হাতে লেখা চিঠিও পাঠানো যাবে চটজলদি। শুধু তাই নয়, চ্যাট করার সময় অ্যানিমেটেড ইমোজি-ও ব্যবহার করা যাবে। এছাড়াও ইনভিজিবল ইঙ্ক বা অদৃশ্য কালি ব্যবহার করেও মেসেজ পাঠানো যাবে। অর্থাত্‍‌ টাচ না করলে আপনার মেসেজ দেখা যাবে না। সঙ্গে থাকছে টাকা পাঠানোর সুবিধেও। সব মিলিয়ে যুগান্তকারী প্রযুক্তি।