অস্ত্র আমদানিতে ভারত শীর্ষে

0
543

বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষে আছে এশিয়ার দেশ ভারত। অন্যদিকে অস্ত্র রপ্তানিতে তৃতীয় অবস্থানে একই মহাদেশের চীন। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্স ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। চীনের কাছ থেকে পাকিস্তান ৪১ শতাংশ, বাংলাদেশ ১৬ শতাংশ এবং মিয়ানমার ১২ শতাংশ অস্ত্র কেনে। গতকাল মঙ্গলবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।arms 222_67304

ভারত তার প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশি অস্ত্র কেনে। বিশ্বের মোট অস্ত্র আমদানির ১৫ শতাংশ ভারতের। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ত্র আমদানির হিসাব করে এসআইপিআরআই এ তথ্য দিয়েছে। ২০০৫ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই পাঁচ বছরের চেয়ে পরবর্তী ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত ভারতের অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে ১৪০ শতাংশ। ২০০৫ থেকে ২০০৯ সালে ভারতের অস্ত্র আমদানির পরিমাণ ছিল ২৩ শতাংশ যা চীনের চেয়ে কম, কিন্তু পাকিস্তানের দ্বিগুণ। ভারত রাশিয়া থেকে ৭০ শতাংশ, যুক্তরাষ্ট্র থেকে ১২ শতাংশ এবং ইসরাইল থেকে ৭ শতাংশ অস্ত্র আমদানি করে।