অর্থনৈতিক মন্দায় জার্মানি

0
710

germany_1942373bজার্মানির অর্থনীতি সংক্রান্ত কিছু সাম্প্রতিক তথ্য নিয়ে ইউরোপের পুঁজিবাজারে দুশ্চিন্তা দেখা দিচ্ছে। সম্প্রতি আমদানি-রপ্তানিও কিছুটা কমে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাসে জার্মানির বাণিজ্য বড় ধাক্কা খেয়েছে। আমদানি-রপ্তানি দুটোই কমে গেছে। ফলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির প্রবৃদ্ধি প্রশ্নের মুখে। এর অন্যতম প্রধান কারণ অবশ্যই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে অনিশ্চয়তা। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলিতে রপ্তানির পরিমাণ অনেকটা কমে গেছে। চীন সহ কিছু উদীয়মান অর্থনৈতিক দেশ আমদানি কমিয়ে দিয়েছে। ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেরও অবনতি ঘটেছে।
এদিকে প্রবৃদ্ধির স্বার্থে ইউরো এলাকার কড়া বাজেট সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করার পক্ষে সওয়াল করছে ইতালি সহ দুর্বল দেশগুলি। জার্মানি সহ শক্তিশালী দেশগুলি যথারীতি এর বিরোধিতা করে চলেছে। সংস্কার ও ব্যয়সংকোচের মাধ্যমেই অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তিতে জোরালো করে তোলা সম্ভব বলে মনে করে এ সব দেশ। ইতালির প্রধানমন্ত্রী মাটেও রেনসি কর্মসংস্থান বাড়ানো ও বেকারত্ব কমানোর বিষয়টিকেই প্রাধান্য দিতে চায়। তাঁর মতে, এটা করতে পারলে গোটা ইউরোপের উপকার হবে।