Android Phone দিয়ে VPN App ছাড়াই VPN Use করা যায়। Phone এ Built in ভাবেই VPN থাকে। তবে এই জন্য দরকার Individual Address আর Password।
এগুলো ফ্রী পেতে যা যা করবেন:
১. প্রথমে নিশ্চিত হন আপনার একটি ইমেইল আছে আর সেই ইমেইলের পাসওয়ার্ড আপনার মনে আছে। কারণ ইমেইলে Server Address আর Password দেয়া হবে ( in 10 seconds)
২. এরপর এখানে ক্লিক করুন একটি বক্স দেখবেন। বক্সে আপনার ইমেইল যথাযথ ভাবে লিখে Send এ ক্লিক করুন।
৩. আপনার Email এ যান। Email এ দেখবেন Security Kiss থেকে ইমেইল আসছে। (না দেখতে পেলে Junk/Spam চেক করবেন)।
৪. Email Body তে দেখবেন Client ID, Password আর Security Kiss server address দেয়া আছে। সাথে আরো অন্যান্য কিছু আছে কিন্তু সেগুলো লাগবে না।
৫. আপনার Android এর Settings > More Networks এ VPN দেখতে পাবেন (না পেলে Networks এ একটু ঘাটাঘাটি করুন পেয়ে যাবেন)। সেখানে VPN add এ ক্লিক করুন।
৬. Name Box এ লিখুন SecurityKISS. Type বক্স এ PPTP select করবেন। Address Box এ ইমেইল থেকে প্রাপ্ত Security kiss server address Copy করে Paste করবেন। এটি দেখতে এমন: xxx.xxx.xx.xx অথবা কিছুটা ভিন্ন। মাঝে Dot (.) থাকবে। PPP Encryption (MPPE) এই অপশন থাকলে টিক দিয়ে Save এ কিল করুন।
৭.এইবার দেখবেন SecurityKISS নামে VPN list এ একটি টাইটেল আসছে। ক্লিক করুন।
৮. User name এ Email থেকে প্রাপ্ত UserId (Like clientXXXX) এবং Password Box এ Email থেকে প্রাপ্ত পাসওয়ার্ড পেস্ট করুন (User Id এর নিচেই Password পাবেন)
৯. Connect এ ক্লিক করে ১০ সেকেন্ড অপেক্ষা করুন। কানেক্ট হয়ে গেলে ধুমায়া APP এর ঝামেলা ছাড়াই VPN চালান।
বি:দ্র:
- ইমেইলে একাদিক দেশের Server Address থাকবে। পছন্দ মতো সিলেক্ট করবেন।
- যাদের ফোনে VPN এ ক্লিক করলে “Type Your password for credential storage” আসে তাদের ফোনে কোন Display Lock দেয়া নেই। Lock হিসেবে Pattern, Pin অথবা Password সেট করুন। তাহলে আর VPN এ ক্লিক করলে ওটি আসবে না।