এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী ।এরমধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী। ১ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এবার এক লাখ ৭২ হাজার ২৫৭ শিক্ষার্থী বেড়েছে।

মন্ত্রী বলেন,  গত বছরের চেয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। এবার ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এবার ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৭টি কেন্দ্র বেড়েছে।

শিক্ষামন্ত্রী জানান,  বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০৪ জন।