আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। নিয়ম-কানুন সম্পন্ন করে যেকোনো সময় চুক্তি হতে পারে। দেশের স্বার্থের অনুকূলে যে কোনো চুক্তি খোলামেলাভাবে করা হবে। গঙ্গার পানির চুক্তি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিস্তা চুক্তিও তিনি করবেন।
আজ বুধবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার দক্ষিণ অমরপুর শিউলি-একরাম প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্বোধনকালে এক সমাবেশে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে ভারত যাচ্ছেন, সেখানে দ্বিপাক্ষিক চুক্তি হবে। সে চুক্তি হবে বাংলাদেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আর তা হবে প্রকাশ্যে। কোন চুক্তিই গোপনে হবে না। একচল্লিশ বছরে ভারতের সঙ্গে যে চুক্তি সমাধান করা সম্ভব হয়নি, শেখ হাসিনা গঙ্গা চুক্তি করে তা সম্ভব করেছেন। কাজেই তিস্তা চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। এ নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে তারা দিশেহারা। জ্বলছে হিংসার আগুনে। নিজেরা তো কিছু করতে পারেনি, এখন নেত্রীকে পদে পদে বাধা দিচ্ছেন। আন্দোলনে জনগণের সমর্থন না পেয়ে তারা এখন ষড়যন্ত্রের পথে সরকার হটানোর চেষ্টা করছেন। তাদের এ মনোষ্কামনা কোনোদিন সফল হবে না। এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বেলায়েত হোসেন।