সমুদ্রপথে পাচারের শিকার আরও ৯ বাংলাদেশী আজ মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। এর আগে ৪৯৭ বাংলাদেশী মালয়েশিয়া থেকে ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। আজ ফিরবেন যশোরের মো. ইসলাম, মো. আজিম, রফিকুল ইসলাম, ঝিনাইদহের মনির হোসেন, কক্সবাজারের সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার আলিম, সুনামগঞ্জের আলী আমজাদ, নরসিংদীর মো. আপন ও ফেরুবা।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা মঙ্গলবার জানান, বুধবার দুপুরে ৯ বাংলাদেশী মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছবেন। এরা ফিরলে মালয়েশিয়া থেকে দেশে ফেরা মোট বাংলাদেশীর সংখ্যা দাঁড়াবে ৫০৬ জনে। এখনও ফেরার অপেক্ষায় ১৯২ জন।