Home Hot News Today ৫৬০টি পর্নোসাইট বন্ধ করেছে বিটিআরসি

৫৬০টি পর্নোসাইট বন্ধ করেছে বিটিআরসি

0
৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বুধবার দৈনিক ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই সাইটগুলো বন্ধে মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে একটি তালিকা পাঠানো হয়েছে।
বেশকিছু দিন ধরেই পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের কথা বলছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে দেয়া এক স্ট্যাটাসে বলেছিলেন, ‘পর্নো সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’