তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশে এই প্রথম ৫০০ মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ ২৬শে জুলাই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপগুলো উদ্বোধন করেন।
অ্যাপগুলো BangladeshICTD apps ও GOOGLE PLAY –থেকে বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব হবে।
অ্যাপগুলোর মধ্যে রয়েছে ডেসকো, ডিপিডিসি ও ওয়াসার বিল যাচাই, বিএসটিআই এর পণ্য ভেরিফিকেশন অ্যাপসহ এনআরবি-এর ই-টিআইএন ও ভ্যাট, নন ভ্যাট পণ্য যাচাই, বাংলাদেশ বিমান ও রেলওয়ের সময়সূচি, বিনিয়োগ বোর্ড ও জয়েন স্টক কোম্পানির রেজিস্ট্রশন স্ট্যাটাস যাচাই ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন অ্যাপ।
এ ছাড়াও বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, রাজউক, পাবলিক সার্ভিস কমিশন, হাই-টেক পার্কসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত অ্যাপ তৈরি করা হয়েছে।
আইসিটি সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি পরিচালক ও সিসিএর (কন্ট্রোলার অফ সার্টিফায়িং অথিরিটি) নিয়ন্ত্রক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন কর্মসূচি বাস্তবায়নের সহযোগী প্রতিষ্ঠানই এটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
মোবাইল অ্যাপ প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপ উন্নয়ন কর্মসূচির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই অ্যাপগুলো তৈরি করেছে। কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা করেছে এথিকস এডভান্স টেকনোলজি লি. (ইএটিএল)।