শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে শিকার করা হয়েছে ৪০ কেজি ওজনের বাঘাআইড়। অর্ধশতাধিক লোকজন দুটি ট্রলারে করে নদী থেকে মাছ ডাঙ্গায় ওঠায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেরাতলা ইউনিয়নের টেকেরহাট এলাকায় আড়িয়াল খাঁ নদে শিকারী বাবলু মিয়ার বড়শিতে ধরা পড়ে মাছটি।
খবর পেয়ে মাছটি দেখতে দূরদূরান্ত থেকে অসংখ্য লোক ভিড় করে মাছ শিকারীর বাড়িতে।
মাছ শিকারী বাবলু মিয়া বাংলামেইলকে জানান, অন্যদিনের মতোই সন্ধ্যায় বড় বড়শি দিয়ে মাছ ধরিছিলাম। এক পর্যায়ে বড়শিসহ আমাকে টেনে নিয়ে যেতে শুরু করে। এসময় চিৎকার দিলে চারপাশ থেকে লোকজন এসে সাহায্য করে। অবশেষে অর্ধশত লোকজন মিলে দুটি ট্রলারে করে মাছটিকে ডাঙায় আনতে সক্ষম হই।
বাবলু মিয়া আরো জানান, বাঘাআইড়টির ওজন ৪০ কেজি। তবে মাছটি বিক্রি করার জন্য বাজারে নেয়ার প্রয়োজন হয়নি। স্থানীয় ৩২জন মিলে ৩২ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছে।