২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। দুই পরীক্ষার মধ্যে বিরতিও থাকছে। মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামত নেয়া হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, তা আর হচ্ছে না। দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে।
পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।