স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনের ১৯৩ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর তাদের ওএসডি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমান সরকারের মেয়াদে পঞ্চম দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৪ জন বিদেশে কর্মরত রয়েছেন। এই চারজনের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। ১৮৯ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।

৭শে নভেম্বর প্রশাসনের তিন স্তরে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব পদে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। ওই সময় ২০৫ জন সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেয়ে উপসচিব হন। উপসচিবের স্থায়ী পদের সংখ্যা সাড়ে আটশ’র বিপরীতে নতুন করে ২৬৭ জন কর্মকর্তাকে পদোন্নতি  দেয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫১ জন। এছাড়া একই সময়ে যুগ্মসচিব পদে ১৯৫ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৪৮ জনকে পদোন্নতি দেয়া হয়। অভিযোগ আছে, পদোন্নতি দিতে গিয়ে এর দ্বিগুণের বেশি কর্মকর্তাকে ওই সময় পদোন্নতি বঞ্চিত করা হয়।

বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির তালিকা অনুমোদন করেন জানিয়ে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শুক্র-শনিবার সরকারি ছুটি বলে বৃহস্পতিবার মধ্যরাতেই আদেশ জারি করা হয়েছে।