দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ সেপ্টেম্বর পালিত হবে ঈদুল আজহা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ খবর জানানো হয়।
মাগরিবের নামাজের পর সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভায় সভাপতিত্ব করেছেন।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।