গত বছর হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেমের একাংশ হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেনদেন করা ইমেইল হাতিয়ে নিয়েছে রাশিয়ান হ্যাকাররা।
শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, প্রেসিডেন্ট ওবামার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউজের কম্পিউটার সিস্টেমের একাংশ হ্যাক হওয়ায় কিছু ইমেইল হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
এসময় রাশিয়ান হ্যাকারদের অভিযুক্ত করে ওই কর্মকর্তা জানান, কম্পিউটার সিস্টেমের যে একাংশ গত বছর হ্যাক হয়েছিল, তাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোপন তথ্য সংরক্ষিত ছিল না।
তবে কতগুলো ইমেইল হ্যাকারদের হাতে পড়েছে, সে বিষয়ে নিউইয়র্ক টাইমসকে কিছু জানাননি ওই কর্মকর্তা।