বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। গতকাল মোদির বাংলাদেশ সফরের শেষ দিনে দেয়া বক্তব্যে বলেন, আমরা সব কিছুর সমাধান জানি। কিন্তু সন্ত্রাসবাদের সমাধান জানি না। আমি আনন্দিত যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী হওয়া সত্ত্বেও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। বিবিসির খবরে বলা হয়, ‘নারী হওয়া সত্ত্বেও’ উক্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডেসপাইটবিংএওম্যান’ হ্যাশট্যাগে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে টুইটার ব্যবহারকারী ‘নারী হওয়া সত্ত্বেও’ কি কি অর্জন করেছেন তা টুইট করেছেন। অনেকে মোদির সমালোচনা করেছেন। কেউবা হাশি তামাশা করেছেন এ উক্তি নিয়ে। বিশ্লেষকরা বলছেন, মোদি সম্ভবত ‘নারী ক্ষমতায়ণের’ গুরুত্বের ওপর জোর দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এক্ষেত্রে তিনি ভিন্ন শব্দ ব্যবহার করতে পারতেন। টুইটারে অনেকে পরামর্শ দিয়েছেন, দেশে ও বিদেশে মোদির বিবৃতি ও বক্তব্য প্রস্তুত করার সময় মোদি টিমকে আরও বেশি সতর্ক থাকতে হবে।