ভারতের মুম্বাইয়ে চালানো সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহভাজন হাফিজ সাঈদকে পাকিস্তানের লাহোরে গৃহবন্দী করা হয়েছে। সোমবার রাতে পাকিস্তান সন্ত্রাস বিরোধী আইনে হাফিজ সাঈদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, ট্রাম্প প্রশাসনের ক্রমশ বাড়তে থাকা চাপের কারণে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের জঙ্গি সংগঠন জামায়াত-উদ-দাওয়ার প্রধান হিসেবে পরিচিত হাফিজ সাঈদের সঙ্গে আরো চারজনকে বন্দী করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে পাকিস্তানের এক পুলিশ জানায়, পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) অন্যতম প্রতিষ্ঠাতা সাঈদের বাসভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। এই বাড়িটিতেই বন্দী থাকতে হবে তাকে।
ভারতের অভিযোগ, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীদের একজন হাফিজ সাঈদ। টাইমস অব ইন্ডিয়া।