চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ-চাক্তাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগপণ্য চট্টগ্রাম বন্দর থেকে এখানে আসে। তারপর তা দেশের অন্যান্য জেলায় পাঠানো হয়।
বিবৃতিতে কেটিআইর সচিব আবদুল জব্বার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে হরতাল-অবরোধের কারণে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ-চাক্তাইয়ে অস্থিরতা বিরাজ করছে।“বেচাকেনা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। এ কারণে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে। এমন অবস্থায় ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে।”
এছাড়া চট্টগ্রামে উৎপাদিত বিভিন্ন ভোগপণ্যও এখান থেকে কিনে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছে- সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি মীর আবদুচ ছালাম, সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বন্দর বিষয়ক সম্পাদক স ম বখতেয়ার ও প্রচার সম্পাদক মনোরঞ্জন সাহা।
অবিলম্বে হরতাল-অবরোধের মত কর্মসূচি প্রত্যাহার করতে বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।