বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে সমর্থন দেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
রাজ্যের উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় কর্মকর্তাদের সাথে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মমতা বলেন, তিনি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছেন তারা এই বিলের পক্ষে। আর এ কারণেই তারা বিলটিতে সমর্থন করবেন। সীমান্ত চুক্তি স্থানীয়দের উপর চাপিয়ে দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন মমতা। চুক্তি বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কেন্দ্র সরকারের কাছে প্রণোদনা চাইবেন বলেও জানান তিনি।