মৃত্যুর পর চন্দন কাঠ দিয়ে দাহ করার কথা বলে গেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ রবিবার সকালে ঝিগাতলার বাসায় এমনটাই জানালেন সদ্য মারা যাওয়া সুরঞ্জিত সেনগুপ্তের খালাতো ভাই জয়ন্ত সেনগুপ্ত।
জয়ন্ত বলেন, তিনি (সুরঞ্জিত) মৃত্যুর আগে বলে গেছেন, যেন তাকে  চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়। সে অনুযায়ী, চন্দন কাঠ খোঁজা হচ্ছে।
জয়ন্ত আরো বলেন, বর্তমানে চন্দন কাঠ পাওয়া একটু দুষ্কর। এর পরও তার আশা, সেই কাঠ দিয়েই সুরঞ্জিতকে দাহ করা যাবে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।