সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রস্থলে একটি লরি পথচারীদের ওপর তুলে দেয়ার পর অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে। ধারণা করা হচ্ছে ইসলামপন্থী উগ্রবাদী মতবাদের কারণেই এই হামলা চালানো হয়েছিল।
সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে এটি একটি সন্ত্রাসবাদী হামলা ছিল। স্টকহোমের আরেকটি জায়গায় গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনার পর সবাইকে নগর কেন্দ্রে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
এবিসি নিউজ প্রতিবেদনে জানায়, আটক দুইজনের মধ্যে একজন উজবেকিস্তানের নাগরিক। তার বিরুদ্ধে ইসলামপন্থী উগ্রবাদী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। অবশ্য আটক দুইজন সম্পর্কে এখনো স্থানীয় পুলিশ কোন বিবৃতি দেয়নি।
পুলিশ জানিয়েছে, যে ট্রাকটি দিয়ে এই হামলা চালানো হয়েছে, সেটি ছিনতাই করা হয়েছিল। একটি রেস্টুরেন্টে জিনিসপত্র ডেলিভারি দেয়ার সময় একজন এই ট্রাকটির চালকের কেবিনে উঠে পড়ে এবং এরপর এটি নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্টকহোমের কেন্দ্রস্থলে ট্রাকটি পথচারীদের ওপর তুলে দেয়া হয়। এরপর ট্রাকটি একটি ডিপার্টমেন্ট স্টোরের সামনের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।
অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দোকানের ফিটিং রুমে ছিলেন, সেখান থেকেই লোকজনের চিৎকার শুনেছেন। পুরো এলাকাটি ছিল রক্তাক্ত। ঘটনার পরপরই স্টকহোমের মেট্রো রেল বন্ধ করে দেয়া হয়। কে বা কারা এই হামলার পেছনে তা এখনো পরিষ্কার নয়।
কিন্তু সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা এটিকে একটি সন্ত্রাসী হামলা বলেই মনে করছেন। যদি পুলিশের সন্দেহ সত্যি হয়ে থাকে, তাহলে স্টকহোমও এই নতুন ধরণের সন্ত্রাসী হামলার শিকার হল। এর আগে একই কায়দায় হামলা হয়েছে ফ্রান্সের নিস, জার্মানির বার্লিন, যুক্তরাষ্ট্রের ওহাইও, বেলজিয়ামের এন্টওয়ার্প এবং লন্ডনে। এই প্রতিটি হামলার পরই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট দাবি করেছিল তারা এসব হামলার পেছনে আছে। বিবিসি ও এবিসি অষ্ট্রেলিয়া।