সুইজারল্যান্ডে অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার জন্য বিদ্যমান আইন সহজ করার পক্ষে রায় দিয়েছেন দেশটির ভোটাররা।
এর ফলে সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন বাবা-মা বা দাদা-দাদীর সন্তানদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে। খবর বিবিসির।
এর আগে সুইজারল্যান্ডে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী বিদেশীদের নাগরিকত্ব পাওয়া কঠিন ছিল। এমনকি এজন্য আবেদন করতে তাদেরকে ১২ বছর অপেক্ষাও করতে হতো।
আর অন্যদেশের বংশোদ্ভূতদের সন্তানরা সুইজারল্যান্ডে জন্ম নিলেও সেখানকার নাগরিক হতে পারতেন না।
অথচ সরকারি হিসেবে দেখা যায়, মোট জনসংখ্যার ২৫ শতাংশই সুইজারল্যান্ডের নাগরিক নন। দেশটিতে বসবাসকারী অভিবাসীরা অনেক দিন ধরেই নাগরিকত্বের দাবি জানিয়ে আসছিলেন।
এ কারণে গত ৩০ বছরে নাগরিকত্ব প্রদানের কড়াকড়ি শিথিল করতে তিনবার ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যেকবারই জনগণ এই প্রস্তাব বাতিল করে দিয়েছে।
অবশেষে এবার সুইজারল্যান্ডের ৫৯ ভাগ ভোটার নাগরিকত্বের কঠোর নীতি সহজ করার পক্ষে রায় দিলেন।
প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের অভিবাসীদেরকে আর এধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে না।
তবে বিরোধিরা বলছেন, এর ফলে জনগণের বিশাল একটা অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন। বিশেষ করে মুসলিম অভিবাসী বিরোধী মনোভাবের কারণে নতুন আইন বিরোধীদের মধ্যে উদ্বেগ রয়েছে।