প্রতি বছর এর মত এবারও ১০শে জুলাই ২০১৬ ইং তারিখে জার্মানীর মানহাইম শহরে উদযাপিত হয়ে গেল প্রবাসী বাঙ্গালীদের এক মনোরম ঈদ মিলন মেলা সি এল এস জার্মানি ঈদ উৎসব ।জার্মানীর কম্পিউটার টেক মার্কেট এবং স্মার্টফোন রিপায়ারিং এর অন্যতম পরিচিত নাম সি.এল.এস. জার্মানি (CLS Germany) গত একযুগ ধরেই এই বর্ণীল ঈদ আনন্দমেলার আয়োজন করে আসছে। সি.এল.এস. কম্পিউটার এর গর্বিত কর্ণধার, একজন প্রকৃত দেশ প্রেমিক, একজন সুস্থ ধারার সাংস্কৃতিক মনা মানুষ, নিবেদিত প্রান জনাব দেওয়ান শফিকুল ইসলাম (Dewan Shofikul Islam) গত এক যুগ যাবত এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে আসছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে তা বাস্তবায়ন করে যাচ্ছেন।PicsArt_07-12-09.31.16

অনুষ্ঠানের শুরুর থেকে শেষ পর্যন্ত ছিল মনোরম আবহাওয়া ঈদ আনন্দ উদযাপনের জন্যে। সারাদিন ব্যাপী মুখরোচক খাবার দিয়ে ভুঁড়ি ভোজ, গল্প অার আড্ডা , সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত ছিল সি.এল.এস. এর প্রাঙ্গন। অনুষ্ঠানে মানহাইমে বসবাসরত বাঙ্গালীদের সাথে সারা জার্মান প্রবাসীরাও যোগ দেন। বাকি ছিলনা ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ট, লুদ্ভিগসহাফেন, বার্লিন, হামবুর্গ, কারলস্রুয়ে, বন, হাইডেলবার্গ  সহ অন্যান্য সকল শহরের বাংলাদেশীরা।  মনে হয়ে ছিল এ যেন জার্মানের মাটিতে আরেক বাংলাদেশ।

প্রবাসীদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অতি উৎসাহ এবং উদ্দিপনা নিয়ে স্থানিয় জার্মান পরিবারের উপস্থিতিও ছিল লক্ষণীয়। তারা সবাই প্রবাসী বাঙ্গালীদের মিত্র হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়। সব মিলিয়ে এই ঈদ মিলন মেলা ছিল প্রবাসী বাঙ্গালীদের জন্য এক মনোরম আনন্দময় দিন। প্রবাসে থেকেও দেশের ঈদ আমেজ কে একটু উপলব্ধি করার এই ছোট্ট প্রচেষ্টা ছিল সবার মাঝে।