নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে মহাসচিব স্যার সিঙ্গাপুর গেছেন।

গত মাসেই তার যাওয়ার তারিখ ছিল, কিন্তু কাজের ব্যস্ততায় যেতে পারেননি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন মির্জা ফখরুল।

আগামী ৩১ মার্চ  দেশে ফেরার কথা রয়েছেন তার। শনিবার স্ত্রী রাহাত আরা এবং তার বড় মেয়ে মির্জা সামারু সিঙ্গাপুরে গেছেন।

জানা গেছে,  কারাগারে বন্দি থাকাবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে। এরপর সুপ্রিম কোর্ট তার অসুস্থতা বিবেচনায় করে তাকে জামিন দেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরে কয়েকদফা চিকিৎসার জন্য যান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ছয় মাস পর পর তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে হচ্ছে।

এরই অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে গেলেন। ক্যারোটিভ আর্টারি ব্লক ছাড়াও লিভার জটিলতারও চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে যান। ওই সময়ে তিনি সিঙ্গাপুরে র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেন।