Home Hot News Today সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম

সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম

0

বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম! বিশ্বাস হচ্ছে না! কিন্তু এমন তথ্যই জানাচ্ছে ইয়াহু ইন্ডিয়া। খবর আল্টিমেট ইন্ডিয়ার।

প্রতি বছরের মতো এবারও জরিপ চালিয়েছে ইয়াহু ইন্ডিয়া। সার্চ ইঞ্জিন গুগলে কাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে।

সেই তালিকায় সালমান খানকে পেছনে ফেলেছেন বগুড়ার ছেলে হিরো আলম। এ বছর সালমান খানের চেয়েও বেশিবার খোঁজা হয়েছে হিরো আলমকে।

আল্টিমেট ইন্ডিয়ার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলম। ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়।

যেসব ভিডিওর নির্দেশনা দেন আলম। এছাড়া ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয় করেন হিরো আলম। নিজেকে হিরো আলম দাবি করার কারণে আলমকে নিয়ে বেশি আলোচনা হয়। বিশেষ করে আলমের চেহারা নিয়ে মানুষ বেশি সমালোচনা বা হাসাহাসি করেন।


কিন্তু তাকে নিয়ে এই হাসাহাসি বা সমালোচনাই তাকে বেশি জনপ্রিয় করে তুলেছে।

হিরো আলমের বাড়ি বগুড়া। তার ডিশের ব্যবসা রয়েছে। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন আলম।

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছেন তিনি। যদিও ভোটে জিততে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে আলমকে।