বলিউড সুপারস্টার সালমান খানকে হিট অ্যান্ড রান মামলায় খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে মহারাষ্ট্র সরকার।

বুধবার ভারতের অনলাইন পত্রিকা জি-নিউজ এ খবর দিয়েছে।

গত ১০ ডিসেম্বর ওই মামলায় সালমানকে খালাস দেয়া হাইকোর্ট। এসময় হাইকোর্ট বলে, সালমান খান দুর্ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি। এছাড়া তিনি যে মদ্যপ ছিলেন সেটা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন l

এর আগে নিম্ন আদালত সালমান খানকে দোষি সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেন। পরে সে রায়ের বিরুদ্ধে আপিল করলে সাত মাস পর গত ১০ ডিসেম্বর হাইকোর্ট তাকে বেকসুর খালাস দেন।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ অক্টোবর রাতে ফুটপাতে ৫ জন ঘুমিয়ে ছিলেন। এসময় সালমান খান তার ল্যান্ড ক্রুজার চালাচ্ছিলেন বলে অভিযোগ করা হয়। পরে দুর্ঘটনার শিকার হন রাস্তায় ঘুমিয়ে থাকা ৫জন। এর মধ্যে একজন মারা যান।